Web Analytics

পেরুর আন্দিয়ান অঞ্চলের পুনে শহরের হুয়ানকানে এলাকায় একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত ও ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তারা আগুনে আটকা পড়েন বলে শুক্রবার পুলিশ জানায়। নিহতদের বয়স ১৭ থেকে ২৩ বছরের মধ্যে এবং তারা একটি শিক্ষক প্রশিক্ষণ কলেজের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠ ও ইট দিয়ে তৈরি কালমা ত্রিপা রেস্তোরাঁর দ্বিতীয় তলায় আগুন লাগে। প্রতিবেশীরা অগ্নিনির্বাপক যন্ত্র ও পানি ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেন। হুয়ানকানে শহরের মেয়র ভ্যালেরিও তাপিয়া জানান, প্রায় ২০ হাজার জনসংখ্যার এই শহরে কোনো ফায়ার সার্ভিস নেই। পাশের শহর জুলিয়াকা থেকে দমকল বাহিনী এক ঘণ্টা পর এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। বিশেষজ্ঞরা বলছেন, পেরুর দূরবর্তী অঞ্চলে নিরাপত্তা বিধি না মানার কারণে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে।

07 Dec 25 1NOJOR.COM

পেরুর পুনে অঞ্চলে রেস্তোরাঁয় আগুনে ১০ শিক্ষার্থীর মৃত্যু, গ্যাস বিস্ফোরণ সন্দেহ

Person of Interest

logo
No data found yet!