Web Analytics

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার জন্য নেওয়ার উদ্দেশ্যে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটটি শেষ পর্যন্ত বাতিল করেছে জার্মানভিত্তিক অপারেটর প্রতিষ্ঠান এফএআই এভিয়েশন গ্রুপ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, অপারেটর তাদের স্থানীয় এজেন্টের মাধ্যমে অবতরণ স্লট অনুমোদন প্রত্যাহারের আনুষ্ঠানিক আবেদন করেছে।

বেবিচকের কর্মকর্তারা জানান, কাতার সরকারের সহায়তায় ভাড়া নেওয়া বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল ৮টায় ঢাকায় অবতরণ এবং রাত ৯টার দিকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করার অনুমতি পেয়েছিল। তবে অপারেটর হঠাৎ সেই অনুমতি বাতিলের আবেদন করে, যা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

অপারেটর বা বিএনপির পক্ষ থেকে বাতিলের কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। এতে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা অনিশ্চিত হয়ে পড়েছে।

08 Dec 25 1NOJOR.COM

খালেদা জিয়াকে লন্ডনে নিতে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স বাতিল করেছে অপারেটর

Person of Interest

logo
No data found yet!