বিএনপি নেতা সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে বা নির্বাচিত হলে প্রত্যেক ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পাবে। এ ফ্যামিলি কার্ড থাকবে মায়েদের নামে। নারীর সম্মানের জন্য বিএনপি এ পদক্ষেপ নেবে। দেশের মানুষের জন্য আমরা কাজ করব- এটিই আমাদের অঙ্গীকার। তারেক রহমান বলেছেন- বাংলাদেশে কোনো সংখ্যালঘু, সংখ্যাগুরু কিছু বলতে নেই, আমরা সবাই বাংলাদেশি। টাঙ্গাইলে পোড়াবাড়ী মহাশ্মশান ঘাটে শ্রী শ্রী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে টুকু বলেন, নিজের পরিচয় লুকিয়ে অন্যের ব্যানারে যারা রাজনীতি করেছেন, তারা প্রকাশ্যে এসে অন্য নীতিতে রাজনীতি করে। মনে একটা আর করে আরেকটা। তাদের মোনাফেক বলা হয়। মুনাফেককে বাংলাদেশের মানুষ কখনই গ্রহণ করবে না। জিয়াউর রহমান যখন যা বলেছেন জনগণের জন্য তা করেছেন। খালেদা জিয়াও তা করেছেন এবং তারেক রহমান আগামীতে করবে। সবাই মিলে এ দেশটিকে গড়ে তুলতে হবে। এখানে জাতিভেদ চিন্তা করা যাবে না। মানবিকতা নিয়ে আমাদের পথ চলতে হবে। তিনি বলেন, পূজা যাতে সবাই ভালোভাবে পালন করতে পারে সে লক্ষ্যে গতবারও নিরাপত্তার ব্যবস্থা করেছে বিএনপি, এবারও বিএনপি আপনাদের পাশে থাকবে।
নিজের পরিচয় লুকিয়ে অন্যের ব্যানারে যারা রাজনীতি করেছেন, তারা প্রকাশ্যে এসে অন্য নীতিতে রাজনীতি করে। মনে একটা আর করে আরেটা। তাদের মোনাফেক বলা হয়: টুকু