বগুড়ার গাবতলীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বুধবার (৩১ ডিসেম্বর) তিন ঘণ্টা দোকান বন্ধ রাখেন গাবতলী ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্যরা। দোকান বন্ধ কর্মসূচি শেষে তারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গায়েবানা জানাজায় অংশ নেন।
অনুষ্ঠানে ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ফজলুল বারী খোকন, সহ-সভাপতি বাদশা মিয়া ও আব্দুল খালেক মুন্নু, সাধারণ সম্পাদক আরিফুর রহমান জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল্লাহ আকন্দ, ক্যাশিয়ার শাহীনুর আলোম ও প্রচার সম্পাদক জাহিদুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন। তারা একাত্মতা প্রকাশ করে জানাজার কাতারে দাঁড়ান।
এই কর্মসূচি গাবতলীর ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও স্মৃতিচারণের প্রকাশ ঘটায়।
খালেদা জিয়ার স্মরণে গাবতলীতে দোকান বন্ধ পালন