নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নে নসিমন উল্টে মারুফুল (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফুল গোপালদী এলাকার মনিরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে যাত্রী মারুফুল গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন ঘটনাটি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার কারণ বা অন্য কেউ আহত হয়েছেন কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
আড়াইহাজারের ফতেপুরে নসিমন উল্টে এক যুবকের মৃত্যু