একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক সুস্থতাকেও সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন। তিনি জানান, বর্তমানে ৩৩ জন দগ্ধ রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৩ জন আইসিইউতে চিকিৎসাধীন, যারা সবচেয়ে গুরুতর অবস্থায় আছেন। এছাড়া ৮ জন ‘সিভিয়ার’ ক্যাটাগরিতে, অর্থাৎ তুলনামূলক কম গুরুতর দগ্ধতায় ভুগছেন। ১৯ জন কেবিনে এবং বাকিরা অন্য ওয়ার্ডে ভর্তি রয়েছেন। আরো জানান, কেউ আজ ছাড়পত্র না পেলেও চলতি সপ্তাহের মধ্যেই পর্যায়ক্রমে কয়েকজনকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হতে পারে। তবে চিকিৎসা চলমান থাকবে।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।