রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সহযোগী সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতাকে শোকজ করেছে। সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন ৭ ডিসেম্বর এ নোটিশ জারি করেন। নোটিশে বলা হয়, তারা সাম্প্রতিক সময়ে কমিটি নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। তাদের ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।
বিতর্কের সূত্রপাত হয় ২৯ নভেম্বর ঘোষিত জেলা আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে, যেখানে সাইফুল ইসলামকে আহ্বায়ক করা হলে একাংশ তার বিরোধিতা করে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নেতা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে পোস্ট দেন, যদিও পরে তা প্রত্যাহার করেন।
দলীয় সূত্র বলছে, এই শোকজ নোটিশের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্ব রাজশাহীতে ক্রমবর্ধমান দ্বন্দ্ব নিয়ন্ত্রণে আনতে চায়। তবে স্থানীয় নেতারা বিষয়টিকে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষপাতমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন।
রাজশাহীতে এনসিপির পাঁচ ছাত্রনেতাকে কমিটি অস্থিরতায় শোকজ