বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একদিনে দুজনের মৃত্যু হয়েছে। এর আগে বিভিন্ন সময়ে আরও ১০ জনের মৃত্যু হয়। মৃত দুজন হলেন- চান মিয়া (৭৫) ও গোসাই দাস (৭০)। জানা গেছে, গত ছয় মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৬৫ জন। বরগুনা হাসপাতালে ভর্তি আছেন ১৭২ জন। এদিকে পাঁচ দিনের ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।