২০২৫ সালের ২৭ ডিসেম্বর শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও সিলেট ইনকিলাব মঞ্চ। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘উই আর হাদি, উই ওয়ান্ট জাস্টিস’ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান।
শাবিপ্রবি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাফিজুল ইসলাম, সদস্য সচিব হীরা আক্তার, যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান অনু, রাকিবুল হাসানসহ সংগঠনের বহু নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। তারা বিল্পবী শহীদ হাদির হত্যার প্রতিবাদে স্লোগান দেন এবং বিচার দাবি করেন।
অবস্থানকালে ইনকিলাব মঞ্চের নেতারা অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান, যাতে দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হয়।
শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি