নরসিংদী জজ কোর্ট প্রাঙ্গণে মামলার হাজিরা দিতে গিয়ে ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিয়াম ভূঁইয়া আবির (২৮) হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে আদালতের বিশ্রামাগারের সামনে চা পান করার সময় কয়েকজন যুবক এক ভিক্ষুকের লাঠি নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তার মাথায় চারটি সেলাই দিতে হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। আহত অবস্থায় তাকে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, হামলাকারীরা আদালতের ৩ নম্বর গেট এলাকায় অতর্কিতে আক্রমণ চালায় এবং পরে পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হামলা হতে পারে। আহত সিয়াম ভূঁইয়া এ ঘটনার বিচার দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নরসিংদী আদালতে হাজিরা দিতে গিয়ে ছাত্রদল নেতার ওপর হামলা, পূর্বশত্রুতার আশঙ্কা পুলিশের