Web Analytics

মালয়েশিয়া আগামী বছর থেকে ১৬ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে। দেশটির যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল জানিয়েছেন, সাইবার বুলিং, প্রতারণা ও যৌন হয়রানি থেকে তরুণ প্রজন্মকে সুরক্ষা দিতে মন্ত্রিসভা এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। বয়স যাচাইয়ের জন্য পরিচয়পত্র বা পাসপোর্টের মাধ্যমে ইলেকট্রনিক যাচাই ব্যবস্থা চালু করা হবে। এছাড়া, অন্তত ৮০ লাখ ব্যবহারকারী রয়েছে এমন সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং প্ল্যাটফর্মগুলোকে আগামী জানুয়ারি থেকে লাইসেন্স নিতে হবে। এসব প্ল্যাটফর্মকে বয়স যাচাই, কনটেন্ট নিরাপত্তা ও স্বচ্ছতা নীতিমালা মেনে চলতে হবে। অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও নরওয়ের মতো দেশগুলোর পদক্ষেপের সঙ্গে সামঞ্জস্য রেখে মালয়েশিয়া এই উদ্যোগ নিচ্ছে, যা শিশু ও পরিবারের জন্য ইন্টারনেটকে আরও নিরাপদ করতে সহায়ক হবে।

Card image

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।