পৌনে তিনটার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে ছাত্রজনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের শুরুতে কুরআন তিলাওয়াত করেছেন এনসিপি নেতা আশরাফ মাহাদী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের তীব্রতা বাড়তে থাকায় গরমে অতিষ্ঠ হয়ে ওঠেন সমাবেশস্থল থাকা আন্দোলনকারীরা। পরে সমাবেশস্থলের পরিবেশ ঠান্ডা রাখতে সিটি করপোরেশনের স্প্রে ক্যানন দিয়ে পানি ছিটানো শুরু হয়। স্প্রে ক্যানন দিয়ে পানি ছিটানোর পর সমাবেশস্থলে উপস্থিত থাকা আন্দোলনকারীদের মধ্যে কিছুটা স্বস্তি লক্ষ্য করা যায়।
আ.লীগ নিষিদ্ধের দাবি, সমাবেশে স্প্রে ক্যানন দিয়ে পানি ছিটাচ্ছে ডিএনসিসি