ইরানের পুলিশ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বুশেহর শহরে অভিযান চালিয়ে প্রায় ৬০ হাজার অবৈধ অস্ত্র জব্দ করা হয়েছে। ২০২৬ সালের ১৭ জানুয়ারি প্রকাশিত বিবৃতিতে বলা হয়, অভিযানে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং অস্ত্রগুলো রাজধানী তেহরানে পাঠানো হচ্ছিল। প্রেস টিভির প্রতিবেদনে জানানো হয়, ইরানের গোয়েন্দা বাহিনী ‘একটি বিপজ্জনক ও সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর’ সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার করেছে, যাদের প্রশিক্ষণ দিয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ।
বিবৃতিতে আরও বলা হয়, এই গোষ্ঠীটি একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং তারা চোরাকারবারীদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করেছিল। এই ঘোষণা আসে এমন সময়ে, যখন ইরানজুড়ে প্রায় ২০ দিন ধরে তীব্র সরকারবিরোধী বিক্ষোভ চলছে।
ইরানি মুদ্রা রিয়ালের মান কমে যাওয়া ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু হয়, যা পরে সহিংস রূপ নেয়। এটি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে বিবেচিত হচ্ছে।
অর্থনৈতিক বিক্ষোভের মধ্যে বুশেহরে ৬০ হাজার অবৈধ অস্ত্র জব্দ করল ইরান