রংপুরের পীরগাছা থানা পুলিশের হেফাজত থেকে শহীদ আবু সাইদ হত্যা মামলার আসামি নাহিদ হাসান লিটনের নাটকীয় পলায়নে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ অভিযানে পীরগাছা উপজেলার আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নানের ছেলে ও রংপুর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক লিটনকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের পর তার হাতে হ্যান্ডকাফ পরানো হয়, কিন্তু পরিবারের কয়েকজন নারী পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লে লিটন সেই সুযোগে পেছনের দিক দিয়ে পালিয়ে যান। স্থানীয়দের দাবি, তিনি হ্যান্ডকাফ পরিহিত ও বিবস্ত্র অবস্থায় পালান।
স্থানীয় সূত্র জানায়, হ্যান্ডকাফ উদ্ধারে এক যুবনেতা পুলিশকে আশ্বাস দিয়েছেন। এক প্রত্যক্ষদর্শী দম্পতি জানান, এক নারী পুলিশ সদস্যের হাতে কামড় দিলে লিটন পালিয়ে যান। পীরগাছা থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল ইসলাম আসামি পালানোর বিষয়টি স্বীকার করলেও হ্যান্ডকাফ পরিহিত থাকার দাবি অস্বীকার করেছেন।
ঘটনাটি পুলিশের দায়িত্ব পালনে গাফিলতি ছিল কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
রংপুরের পীরগাছায় হত্যা মামলার আসামির পলায়নে এলাকায় চাঞ্চল্য