জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গাজায় ২৪ হাজার টনেরও বেশি ত্রাণ প্রবেশ করেছে, যা যুদ্ধবিরতির আগের তুলনায় অনেক বেশি। জাতিসংঘের উপ-সমন্বয়ক রামিজ আলাকবারভ জানান, ত্রাণ এখন কমিউনিটি পর্যায়ে বিতরণ হচ্ছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ২০ দিনে প্রায় ২০ হাজার টন খাদ্য সংগ্রহ করেছে। উপকূলীয় এলাকায় লুটপাট কমে যাওয়ায় ত্রাণ বিতরণ সহজ হয়েছে। ইউনিসেফ ১৫টি চিকিৎসা কেন্দ্র চালু করেছে, যার মধ্যে আটটি গাজার উত্তরাংশে। আলাকবারভ মার্কিন ২০ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন এবং ইসরাইলকে এনজিওদের অংশগ্রহণের অনুমতি দিতে আহ্বান জানান। যুক্তরাষ্ট্র দক্ষিণ ইসরাইলে একটি সমন্বয় কেন্দ্র স্থাপন করেছে যুদ্ধবিরতি ও ত্রাণ কার্যক্রম তদারকির জন্য। জাতিসংঘ জানায়, এই যুদ্ধবিরতির ফলে গাজায় মানবিক সহায়তার বৃহত্তম উদ্যোগ সম্ভব হয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গাজায় ২৪ হাজার টনেরও বেশি ত্রাণ প্রবেশ করেছে, যা যুদ্ধবিরতির আগের তুলনায় অনেক বেশি