বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বড় কোনো সংকট না হলে সরকার ঘোষিত সময়সূচি অনুযায়ী রমজানের আগেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপি সেই নির্বাচনে অংশ নিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। শুক্রবার কুড়িগ্রাম শহরের সর্দারপাড়া জামে মসজিদের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে রিজভী বলেন, মায়ের অসুস্থতা ও পারিবারিক পরিস্থিতি বিবেচনায় তিনি উপযুক্ত সময়ে দেশে ফিরবেন।
দলের মনোনয়ন নিয়ে বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া শুরু হলে সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এর আগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়, যেখানে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
রমজানের আগেই ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি