Web Analytics

শিল্প ও গৃহায়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, দেশের চিনিকলে জমে থাকা চিনি বিক্রি শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রাখা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) নাটোরের উত্তরা গণভবন ও চিনিকল পরিদর্শন শেষে তিনি বলেন, টিসিবির মাধ্যমে স্থানীয়ভাবে উৎপাদিত চিনি বিক্রি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

তিনি বলেন, কেবল ভর্তুকির ওপর নির্ভর করে চিনিকল চালানো সম্ভব নয়। ব্রিটিশ আমলের এসব চিনিকল টিকিয়ে রাখতে আধুনিকায়ন ও বিনিয়োগ প্রয়োজন। এজন্য দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলছে এবং শিগগিরই ইতিবাচক অগ্রগতি আশা করা হচ্ছে। পাশাপাশি চিনি উৎপাদনের সঙ্গে সম্পর্কিত নতুন উৎপাদনমুখী কার্যক্রম শুরু করার পরিকল্পনাও রয়েছে।

আদিলুর রহমান আরও জানান, দীর্ঘদিন অবহেলিত উত্তরা গণভবন সংস্কার করে ব্যবহার উপযোগী করা হয়েছে এবং রেওয়াজ অনুযায়ী বর্তমান সরকারের সময় সেখানে মন্ত্রিসভার বৈঠক আয়োজনের সম্ভাবনা রয়েছে।

06 Dec 25 1NOJOR.COM

দেশে চিনি আমদানি স্থগিত, চিনিকল আধুনিকায়নে বিনিয়োগ আহ্বান আদিলুরের

Person of Interest

logo
No data found yet!