Web Analytics

জুলাই গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবিতে শনিবার বিকেলে ঢাকায় গণমিছিলের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বাংলামটর মোড় থেকে মিছিলটি শুরু হবে। এনসিপির ঢাকা মহানগর শাখা আয়োজিত এই কর্মসূচিতে জুলাই গণহত্যাকারীদের বিচারের রায় কার্যকর এবং আওয়ামী লীগ ও এর জোটসঙ্গীদের বিচারের দাবি জানানো হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মিছিলে উপস্থিত থাকবেন। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর নাহিদ ইসলাম প্রথম আওয়ামী লীগের দলীয় বিচারের দাবি তোলেন। এর আগে এনসিপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন চালায়, যার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম স্থগিত করে।

Card image

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।