Web Analytics

ফেলানি হত্যা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর প্রধান সংগঠক নাঈম আহমাদ বলেছেন, ভারতীয় আদালতে ফেলানি হত্যার বিচার চাওয়া অর্থহীন। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় বক্তারা বলেন, বাংলাদেশ–ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কিশোরী ফেলানি খাতুন নিহত হওয়ার ১৫ বছর পেরিয়ে গেলেও তার পরিবার এখনো ন্যায়বিচার পায়নি।

নাঈম আহমাদ বলেন, বিয়ের উদ্দেশ্যে পিতার সঙ্গে সীমান্ত পার হতে গিয়ে ফেলানিকে বিএসএফ গুলি করে হত্যা করে এবং পরে তাকে গরু চোরাকারবারি হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালানো হয়। তিনি জানান, ভারতের জেনারেল সিকিউরিটি ফোর্সেস আদালত ২০১৩ ও ২০১৫ সালে অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে খালাস দেয় এবং মানবাধিকার সংগঠন ‘মাসুম’-এর করা রিট পিটিশনেরও কোনো অগ্রগতি হয়নি। তার মতে, শুধু ভারতীয় আদালতের ওপর নির্ভর করে বিচার পাওয়া সম্ভব নয়।

তিনি বলেন, বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক আইন বাস্তবায়ন, ২০১৮ সালের সীমান্ত চুক্তির কার্যকর প্রয়োগ ও কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘের মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়ে ফেলানি হত্যার বিচার নিশ্চিত করতে হবে।

07 Jan 26 1NOJOR.COM

১৫ বছর পরও ফেলানি হত্যার বিচারহীনতা, ভারতীয় আদালতে ভরসা অর্থহীন বলছে আপ বাংলাদেশ

Person of Interest

logo
No data found yet!