রাশেদ খান বলেন, হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুস্থতার খবরের কোনো সত্যতা নেই। তাকে সুস্থ দেখানোর চেষ্টা চলছে। ঢামেক হাসপাতালে রাশেদ বলেন, নুরুল হক নুরের নাক দিয়ে এখনো জমাট রক্ত বের হচ্ছে। তার মস্তিষ্কেও আঘাত রয়েছে। নুরের শারীরিক অবস্থা আরেকটু স্থিতিশীল হলে আগামী সপ্তাহের মধ্যে তাকে বিদেশ নেয়া হতে পারে। এদিকে গত ২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য নুরুল হক নুরকে বিদেশে নিয়ে যাওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এছাড়া, তার ওপর হামলার তদন্তে বিচারপতি মো. আলী রেজার নেতৃত্বে এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়।
হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুস্থতার খবরের কোনো সত্যতা নেই। তাকে সুস্থ দেখানোর চেষ্টা চলছে: রাশেদ