বিএনপির সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন কিশোরগঞ্জের কটিয়াদীতে আয়োজিত এক কৈফিয়ত সভায় জামায়াতে ইসলামীতে যোগদানের ঘোষণা দেন। শনিবার সন্ধ্যায় গচিহাটা কলেজ মাঠে আয়োজিত সভায় তিনি বলেন, জামায়াত তাকে আশ্রয় দিয়েছে এবং তাদের প্রতি তিনি আজীবন কৃতজ্ঞ থাকবেন। তিনি জানান, আর কোনো নির্বাচনে অংশ নেবেন না, তবে জামায়াত ক্ষমতায় এলে তাকে একটি দায়িত্ব দেবে বলে আশা করেন।
রঞ্জন অভিযোগ করেন, বিএনপি গত তিন বছর ধরে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি এবং সামাজিক অনুষ্ঠানেও ডাকেনি। তিনি বলেন, এখন বিএনপির অনেকেই তার বিষয়ে আলোচনা করছে, যা প্রমাণ করে তারা তাকে গুরুত্ব দিচ্ছে। তিনি জামায়াতের কাছে তিনটি দাবি জানান—দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠন, সত্য ও শান্তির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা, এবং সামাজিক ন্যায়বিচার ও মানবিক মর্যাদা নিশ্চিত করা।
সভায় জামায়াতের স্থানীয় প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোরলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করে সভা শেষে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
বিএনপির সাবেক এমপি রঞ্জনের জামায়াতে যোগ, আশ্রয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ