Web Analytics

সৌদি ভিশন ২০৩০–এর অধীনে দ্রুত পরিবর্তনের ফলে দেশটিতে বসবাসরত অনেক আমেরিকান এখন সৌদি আরবকে শুধু কর্মস্থল নয়, বরং ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে দেখছেন। আরব নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রবাসীরা সৌদি আরবের উষ্ণ আতিথেয়তা, নিরাপত্তা, অর্থনৈতিক সুযোগ ও উন্নত জীবনমানের প্রশংসা করেছেন। রেড সি গ্লোবালের সিইও জন প্যাগানো, যিনি সম্প্রতি সৌদি নাগরিকত্ব পেয়েছেন, এটিকে ব্যক্তিগত সম্মান ও রূপান্তরমূলক যাত্রার প্রতীক হিসেবে দেখছেন। রিয়াদে বসবাসরত প্রবাসী মারিয়া কমেটি সৌদি সমাজের ইতিবাচক মনোভাব ও পরিবারবান্ধব পরিবেশের প্রশংসা করেছেন। ভিশন ২০৩০–এর অংশ হিসেবে দেশটি বৈশ্বিক সংযোগ জোরদার করছে; ডেল্টা এয়ার লাইনস আটলান্টা–রিয়াদ সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে। ২০৩০ সালের মধ্যে ১৫ কোটি ভ্রমণ অর্জনের লক্ষ্য নিয়ে সৌদি আরব পর্যটন খাতে নতুন উচ্চতায় পৌঁছাতে চায়। এসব উদ্যোগে দেশটি অনেক আমেরিকানের কাছে সত্যিই ‘দ্বিতীয় বাড়ি’ হয়ে উঠছে।

17 Nov 25 1NOJOR.COM

ভিশন ২০৩০ রূপান্তরে সৌদি আরবকে দ্বিতীয় বাড়ি হিসেবে দেখছেন অনেক মার্কিন প্রবাসী

Person of Interest

logo
No data found yet!