ইসরাইলি হামলায় অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ১৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ২৯ জনে। আহত হয়েছেন এক লাখ ৪২ হাজারের বেশি মানুষ। এছাড়া মানবিক সহায়তা নেওয়ার সময় ইসরাইলি বাহিনীর হামলায় আরও ৯৯ জন নিহত হন। ২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০২১ জনে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনেক লাশ ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে এবং উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।
ইসরাইলি হামলায় অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ১৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ২৯ জনে।