Web Analytics

দিনাজপুরের নবাবগঞ্জে শনিবার বিকেলে শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী নবাবগঞ্জ কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর রেজাউল ইসলাম এবং সভাপতিত্ব করেন থানা কর্মপরিষদ সদস্য আকরাম হোসেন। অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়নের আমিরগণসহ দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বক্তারা শহীদ ওসমান হাদির ইসলামী আন্দোলনে অবদান ও ত্যাগের কথা স্মরণ করেন। আলোচনা শেষে মাওলানা রহমাতুল্লাহ আজাদীর পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে দেশ, জাতি ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

এই আয়োজনের মাধ্যমে জামায়াতে ইসলামী তাদের ঐতিহাসিক ব্যক্তিত্বদের স্মরণ ও সংগঠনের আদর্শিক বন্ধনকে আরও দৃঢ় করার প্রচেষ্টা অব্যাহত রাখছে।

21 Dec 25 1NOJOR.COM

নবাবগঞ্জে শহীদ ওসমান হাদির স্মরণে জামায়াতে ইসলামী দোয়া ও আলোচনা সভা

Person of Interest

logo
No data found yet!