সাবেক মেয়র আতিকুল ইসলাম, হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও মহিবুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। ভাটারা থানার একই হত্যা মামলায় সালমান এফ রহমান ও আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়। অন্যদিকে তেজগাঁও থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার মহিবুল হককে দেখানো হয়েছে। ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। ১৬ অক্টোবর আতিকুলকে রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার করা হয়। ২০ নভেম্বর রাতে মহাখালী ডিওএইচএস এলাকা থেকে মহিবুলকে গ্রেপ্তার করে পুলিশ।