মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’ সম্পন্ন হয়েছে। এর ঘোষণাপত্রে বলা হয়, আমাদের সংস্কৃতি, ইতিহাস, ধর্ম কোনোটাই সরল নয়, সমরূপী নয়। জাতীয় ঐক্যের দোহাই দিয়ে নারী বা অন্য কোনো প্রান্তিক গোষ্ঠীর অধিকার, মর্যাদা ও সমাজে ন্যায্য অবস্থানের দাবিকে অস্বীকার করা যাবে না। আমরা মনে করিয়ে দিতে চাই, কৃষকের ভূমির অধিকার থেকে শুরু করে পরিবেশগত ন্যায্যতা প্রতিটিই নারী-সংক্রান্ত বিষয় এবং নারীর অধিকার একটি ন্যায়ভিত্তিক সমাজের নির্ণায়ক। সমাজের সবচেয়ে বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত না করে সবার জন্য মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত করা যায় না। ঘোষণাপত্রে নারী কমিশনের বিরুদ্ধাচরণ ও নারীদের অবমাননার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলা হয়েছে। সর্বত্র নারীর হক্ব প্রতিষ্ঠার বার্তা দেওয়া হয়েছে। নারী কমিশনের উপর কদাকার শব্দচয়নের বিরুদ্ধে সরকারের নিরবতার নিন্দা জানানো হয়েছে।
ঐক্যের দোহাই দিয়ে নারীর অধিকার অস্বীকার করা যাবে না: ‘নারীর ডাকে মৈত্রী যাত্রায়’ ঘোষণাপত্র