পশ্চিম সিরিয়ায় আলাওয়ি সম্প্রদায়ের বিক্ষোভ চলাকালে রোববার নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। শুক্রবার হোমস শহরের একটি মসজিদে বোমা হামলায় আটজন নিহত হওয়ার পর উপকূলীয় ও মধ্য সিরিয়াজুড়ে বিক্ষোভ শুরু হয়। নতুন ইসলামপন্থী সরকারের অধীনে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, লাতাকিয়ায় বিক্ষোভ ছত্রভঙ্গ করতে গিয়ে দুইজন নিহত হন, তবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, সাবেক শাসন ব্যবস্থার অবশিষ্টদের হামলায় তিনজন নিহত ও প্রায় ৬০ জন আহত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিহতদের একজন নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন। লাতাকিয়া ও জাবলেহ শহরে বিক্ষোভকারীদের সঙ্গে সরকারের সমর্থকদের সংঘর্ষে নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করে এবং আকাশে গুলি ছোড়ে।
আলাওয়ি ধর্মীয় নেতা গাজাল গাজালের আহ্বানে অনুষ্ঠিত এই বিক্ষোভে রাজনৈতিক বিকেন্দ্রীকরণ ও সংখ্যালঘু অধিকার রক্ষার দাবি ওঠে। আলাওয়ি কাউন্সিল নিরস্ত্র নাগরিকদের ওপর হামলার নিন্দা জানিয়ে সমর্থকদের ঘরে ফেরার আহ্বান জানায়।
হোমস মসজিদে হামলার পর সিরিয়ায় আলাওয়ি বিক্ষোভে গুলিতে নিহত তিনজন