শফিকুল আলম ফেসবুক পোস্টে বলেন, গত ১০ মাসে আওয়ামী লীগ শহীদদের প্রতি উপহাস, আন্দোলনকারীদের প্রতি অবমাননা এবং পুরো জাতিকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে প্রমাণ করেছে তারা এখনও ঔপনিবেশিক মানসিকতায় আস্থা রাখে এবং ক্ষমতা পুনরুদ্ধারের ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, এবার আর তা হবে না—জুলাই আমাদের সাহস ও দৃঢ়তা শিখিয়েছে, যা এখন আমাদের চেতনার অংশ। আওয়ামী লীগের দুঃখ প্রকাশ ও নিজেদের হাতে রক্ত দেখা ছাড়া কোনো শান্তি হবে না, বরং তাদের বিরুদ্ধে প্রতিটি ক্ষেত্রেই লড়াই চলবে—ভূমিতে, নদীতে, পাহাড়ে ও ভার্চুয়াল জগতে। তিনি জানান, শহীদদের রক্তের প্রতি সম্মান দেখিয়ে আওয়ামী লীগকে একদিন অবশ্যই ক্ষমা চাইতে হবে—না হলে তারা কখনোই শান্তি পাবে না।
আপনাদের সঙ্গে কখনোই শান্তি হবে না, যতক্ষণ না আপনি ‘দুঃখিত’ বলেন, আয়নার সামনে দাঁড়িয়ে আপনার হাতে রক্ত দেখতে পান। আমরা আপনাদের বিরুদ্ধে লড়ব, জমিতে, নদীতে, পাহাড়ে, ভার্চুয়াল জগতেও: শফিকুল