দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টা ৪০ মিনিটে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও নিজের পিতার কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি আবেগঘন পরিবেশের সৃষ্টি করেন।
এর আগের দিন বৃহস্পতিবার তিনি দেশে ফেরেন এবং রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দলের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। পরে অসুস্থ মা’কে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে নিজ বাসভবনে ফেরেন। শুক্রবার দুপুর থেকেই চন্দ্রিমা উদ্যান ও মাজার এলাকায় কয়েক হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন হাতে জড়ো হন। বিশৃঙ্খলা এড়াতে ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, আনসার এবং সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়।
জিয়ারতকালে তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা। পরে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে।
দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান