বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বুধবার বাগেরহাটের হজরত খানজাহান (রহ.) মাজার মাঠে এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিমের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে কুরআন খতম, মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে এমএএইচ সেলিম, তার পরিবারের সদস্যরা, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, সাবেক বিএনপি নেতা ও রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক শেখ মাহাবুবুর রহমান টুটুল, মাদ্রাসাশিক্ষার্থী ও বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীসহ ১০ হাজারেরও বেশি মানুষ অংশ নেন। শান্তিপূর্ণ এই দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
বাগেরহাটে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ১০ হাজার মানুষের দোয়া অনুষ্ঠিত