সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, সভ্য সমাজে বয়স্ক ও নারীদের জন্য সম্মান ও যত্নের পরিবেশ থাকা জরুরি। ২৫ নভেম্বর রংপুরের ইকরচালি ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা হালনাগাদ কার্যক্রমে তিনি বলেন, রাষ্ট্রের অর্থ যেন জনগণের কল্যাণে সঠিকভাবে ব্যবহৃত হয়, তা নিশ্চিত করতে হবে। তিনি স্বীকার করেন, বয়স্ক ভাতার অর্থ পর্যাপ্ত নয় এবং তা পর্যালোচনা করা হবে। একই সঙ্গে তিনি বলেন, দেশে বিপুল পরিমাণ অর্থ পাচার হওয়ায় সাধারণ মানুষ দারিদ্র্যের কষ্ট ভোগ করছে। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জিলুফা সুলতানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা উপস্থিত ছিলেন।
শারমিন এস মুর্শিদ যত্নশীল সমাজ ও রাষ্ট্রের অর্থের সঠিক ব্যবহারের আহ্বান জানান