চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও বৃহস্পতিবার গাজাজুড়ে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন শিশু। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর হামলায় চারজন নিহত হন। গাজা সিটির জেইতুন এলাকায় আরও চারজন এবং মধ্য গাজার বুরেইজ ও নুসেইরাত এলাকায় চারজন নিহত হন। উত্তর গাজার জাবালিয়া এলাকায় ১১ বছর বয়সী হামসা হাউসু নামে এক শিশু ইসরাইলি গুলিতে প্রাণ হারায়।
গত ১০ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ইসরাইলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর বৃহস্পতিবারের হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি)। সংগঠনটি অভিযোগ করেছে, ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি মানছে না এবং মিথ্যা নিরাপত্তা অজুহাতে ফিলিস্তিনিদের নির্মূল ও বাস্তুচ্যুত করার পরিকল্পনা বাস্তবায়ন করছে।
গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১১ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় অন্তত ৪২৫ জন নিহত এবং ১,২০৬ জন আহত হয়েছেন।
যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরাইলি হামলায় ১৪ জন নিহত, পাঁচজন শিশু