ওসমান হাদির ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর ভারতে পালিয়েছে কি না তা জানতে ফিলিপ স্নাল নামে এক ব্যক্তিকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকা থেকে তার দুই সহযোগী সঞ্জয় চিসিম ও সিবিরণ দিওকে আটক করেছে বিজিবি। তারা সীমান্তপথে অবৈধভাবে মানুষ পারাপারের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
তদন্ত কর্মকর্তারা জানান, ফিলিপ স্নাল মোটরসাইকেলে করে দুই সন্দেহভাজনকে সীমান্তের ভুটিয়াপাড়া এলাকায় নিয়ে যান। ধারণা করা হচ্ছে, সীমান্তের নিচে থাকা কালভার্ট ও সুড়ঙ্গপথ ব্যবহার করে তারা ভারতে প্রবেশ করেছে। স্থানীয়রা জানান, ফিলিপ নিয়মিত ভারত যাতায়াত করতেন এবং ঘটনার পর থেকে তিনি নিখোঁজ।
বিজিবি ও পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে ফিলিপকে ধরতে এবং হামলাকারীরা ভারতে গেছে কি না তা নিশ্চিত করতে। ঘটনাটি সীমান্ত নিরাপত্তা ও অবৈধ পারাপার রোধে নতুন উদ্বেগ তৈরি করেছে।
হাদির হামলা মামলায় সীমান্তে পাচার সন্দেহে ফিলিপ স্নালকে খুঁজছে প্রশাসন