অপরাধী কোন দলের বা কত বড় নেতা, তা বিবেচ্য নয় বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান। তিনি বলেন, র্যাব ও পুলিশ মিলিয়ে মিটফোর্ড হত্যা মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। তিনি সবাইকে মব ভায়োলেন্স থেকে বিরত থাকার আহ্বান জানান। ছায়া তদন্তে র্যাব ডিএমপিকে সহায়তা করছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় টহল, নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
অপরাধী কোন দলের কোন মাপের নেতা, সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়, আমাদের কাছে অপরাধী যে দলেরই হোক, প্রভাবশালীই হোক, কোনো ছাড় নেই। আমরা কঠোর ব্যবস্থা নেব: র্যাব ডিজি