১৭ জুলাই রাতে মানিকগঞ্জের ভাষা শহীদ রফিক চত্বরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশের জন্য জনগণের, ইনসাফের ও মানবিক মর্যাদাভিত্তিক নতুন সংবিধান প্রয়োজন, হাসিনা বা মুজিবরের সংবিধান আর চলবে না। তিনি বলেন, জীবন উৎসর্গ করে এনসিপির নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং গোপালগঞ্জের হামলার পর তারা আরও শক্তিশালী হয়েছে। মানিকগঞ্জ আন্দোলনে অগ্রসর হলেও উন্নয়নে পিছিয়ে রয়েছে উল্লেখ করে তিনি প্রতিশ্রুতি দেন, পাঁচ মাসের দল হিসেবে এনসিপি মিথ্যা আশ্বাস না দিয়ে জনগণের প্রকৃত সমস্যা চিহ্নিত করেই কাজ করবে।
দেশের জন্য জনগণের, ইনসাফের ও মানবিক মর্যাদাভিত্তিক নতুন সংবিধান প্রয়োজন, হাসিনা বা মুজিবরের সংবিধান আর চলবে না: নাহিদ ইসলাম