আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব সৃষ্টির চেষ্টা ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্টের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিন অঙ্গসংগঠন। সোমবার (১৪ জুলাই) ছাত্রদল নয়াপল্টন থেকে শাহবাগ পর্যন্ত মিছিলসহ জেলা ও মহানগরে কর্মসূচি পালন করবে। মঙ্গলবার (১৫ জুলাই) একইভাবে স্বেচ্ছাসেবক দল এবং বৃহস্পতিবার (১৭ জুলাই) যুবদল কেন্দ্রীয় ও দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ষড়যন্ত্রমূলক অস্থিরতা তৈরির প্রতিবাদে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালিত হবে।
আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সোমবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা।