ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর এক প্রসূতির মৃত্যু হয়েছে। রোগীর স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে এবং রোগীর মৃত্যুর পর পালিয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত প্রসূতির নাম শাকিবা আক্তার (২০)! প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালটিতে ভাঙচুর চালিয়েছে মৃতের স্বজন ও স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জানা গেছে, মৃত্যুর আগে প্রসূতির এক কন্যা সন্তানের জন্ম হয়েছে।
ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর