চলমান ফুটবল লিগে নতুন বছরটি ভালোভাবে শুরু করতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। ম্যাচে উভয় দলই বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয়, ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হয় দুদলকে।
মোহামেডানের দুর্বল পারফরম্যান্স অব্যাহত রয়েছে। নয় ম্যাচ শেষে তাদের সংগ্রহ মাত্র ১০ পয়েন্ট, যা টেবিলের ছয় নম্বর স্থানে রাখছে দলটিকে। দুটি জয়, চারটি ড্র ও তিনটি হারের রেকর্ড রয়েছে তাদের। কোচ আলফাজ আহমেদের দল শুরুতে আক্রমণাত্মক খেললেও সুযোগ কাজে লাগাতে পারেনি। হাফিজুর রহমান ও স্যামুয়েল বোয়াটেংয়ের সুযোগ নষ্ট হয়, আর অফসাইডের কারণে দুদলেরই একটি করে গোল বাতিল হয়।
আজ লিগে আরও চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে—আবাহনী-আরামবাগ, বাংলাদেশ পুলিশ-রহমতগঞ্জ, ফকিরেরপুল-বসুন্ধরা কিংস ও ফর্টিস-পিডব্লিউডি—সবগুলো ম্যাচ শুরু হবে বেলা আড়াইটায়।
মুন্সীগঞ্জে ব্রাদার্সের সঙ্গে গোলশূন্য ড্রয়ে থামল মোহামেডান