চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০ থেকে ১২ জন নেতাকর্মী রবিবার গভীর রাতে আকস্মিক মশাল মিছিল করেন। প্রবাসী নেতা জাহিদের নেতৃত্বে লায়লাকবির কলেজ এলাকা থেকে শুরু হয়ে কয়েক মিনিটের মধ্যেই মিছিলটি শেষ হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়লে দেখা যায়, অংশগ্রহণকারীদের কেউ কেউ হেলমেট পরে ও মুখ ঢেকে ছিলেন। ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে হৃদয় ও এরশাদ নামে দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করে। ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ জানান, ভিডিও দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
ফটিকছড়িতে নিষিদ্ধ আ.লীগের আকস্মিক মশাল মিছিলের ঘটনায় দুইজন গ্রেফতার