বিধানসভা মঞ্চ থেকে ভারতের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘মোদি চোর, অমিত শাহ চোর, বিজেপি চোর’। জানা গেছে, ১ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তি জারি করে, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশের সংখ্যালঘুরা যারা ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে এসেছেন, তারা বৈধ কাগজপত্র ছাড়াই থাকতে পারবেন। বিজেপির দাবি, মানবিক কারণে এই পদক্ষেপ জরুরি ছিল। কিন্তু মমতা বলেন, এই আইন কি সংসদে আলোচনা হয়েছে? স্থায়ী কমিটি বা সিলেক্ট কমিটিতে গিয়েছে? একতরফাভাবে এত বড় সিদ্ধান্ত নেওয়া হলো কিভাবে? বিজেপি নির্বাচনের আগে ভোটার তালিকায় খেলা করার চেষ্টা করছে। কিন্তু ভোটে বিজেপি জিতবে না। এই আসনে থাকবে আমরা, থাকবে অন্যরা। বিজেপির কোনো অস্তিত্বই থাকবে না।’ এদিকে মমতার বক্তব্য শুরুর পর থেকেই বিজেপি বিধায়কেরা কাগজ ছুঁড়ে বক্তব্য বন্ধ করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত স্পিকার চার বিজেপি বিধায়ককে সাসপেন্ড করতে বাধ্য হন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি মূলত বাঙালির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। বিজেপি শিবির পাল্টা আক্রমণ চালিয়ে মুখ্যমন্ত্রীকে ‘চোর’ বলে স্লোগান তোলে। তারই জবাবে মমতা সরাসরি মোদি-অমিত শাহকে চোর বলেন।
বিধানসভা মঞ্চ থেকে ভারতের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে মুখ্যমন্ত্রী মমতা বললেন, ‘মোদি চোর, অমিত শাহ চোর, বিজেপি চোর’।