সরকার আনুষ্ঠানিকভাবে ১৬ জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস হিসেবে ঘোষণা করেছে। এই দিনটি এখন থেকে ‘খ’ শ্রেণির জাতীয় ও আন্তর্জাতিক স্মরণীয় দিবস হিসেবে প্রতিবছর পালিত হবে। সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে যথাযথভাবে দিবসটি পালন করার নির্দেশ দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ ২৫ জুন এক পরিপত্রের মাধ্যমে এ ঘোষণা প্রদান করে। শহীদ আবু সাঈদের ত্যাগ ও স্মৃতিকে সম্মান জানাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সরকার ১৬ জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করেছে