রমজানে চালের দাম স্থিতিশীল রাখতে সরকার ৫০ লাখ পরিবারকে ৩০ কেজি চাল ১৫ টাকা কেজি দরে দেবে। এছাড়া, ঈদুল ফিতরে ১ কোটি পরিবারকে ১ লাখ মেট্রিক টন চাল উপহার দেওয়া হবে। উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, দেশে ১৩ লাখ মেট্রিক টন খাদ্য মজুত রয়েছে এবং খাদ্য সংকটের ঝুঁকি নেই। মিয়ানমারের সংকটের কারণে বাংলাদেশ থেকে খাদ্য চোরাচালান রোধে সীমান্ত নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।