উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তানের সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় চার সেনা নিহত হওয়ার পর আফগানিস্তানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, খারিজি গুল বাহাদুর গ্রুপের এই হামলার তীব্র নিন্দা জানাতে এবং প্রতিবাদ জানাতে আফগান কূটনীতিককে ডাকা হয়েছে। ইসলামাবাদ দাবি করেছে, এই গোষ্ঠী আফগান ভূখণ্ড থেকে কার্যক্রম পরিচালনা করে।
ঘটনাটি দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের নিরাপত্তা উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। আফগান কর্তৃপক্ষ বারবার আশ্বস্ত করেছে যে তাদের ভূখণ্ড কোনো দেশের বিরুদ্ধে, বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে, ব্যবহার করা হবে না। তবে এখনো পর্যন্ত তারা পাকিস্তানের এই পদক্ষেপের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। রাজনৈতিক বিশ্লেষক মঈন গুল সামকানি মন্তব্য করেছেন, আফগানিস্তানেরও উচিত পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিক্রিয়া জানানো।
পর্যবেক্ষকরা সতর্ক করেছেন, সীমান্ত অঞ্চলে চলমান সন্ত্রাসী কার্যক্রম দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতাকে আরও জটিল করে তুলতে পারে।
উত্তর ওয়াজিরিস্তানে হামলায় চার সেনা নিহতের পর আফগান উপ-রাষ্ট্রদূতকে তলব করল পাকিস্তান