শাহবাগে ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে ও জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে ‘জুলাইয়ের সব শক্তিকে' নিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে ‘জুলাই ঐক্য’। সমাবেশে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব বলেন, জুলাইয়ে যারা গণহত্যা করেছে, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। ফ্যাসিবাদী সরকারকে প্রতিহত করতে আমাদের একজোট হতে হবে। বাংলাদেশি জনগণ আর কোনো বিদেশি দাসত্ব মেনে নেবে না। সমাবেশে জামায়াত নেতা দেলোয়ার হোসাইন বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার শহিদদের রক্তের ভিত্তির ওপর দাঁড়ালেও, এখনো পর্যন্ত খুনিদের বিচার হয়নি। সমাবেশে এনসিপি নেতা আরিফুল ইসলাম আদীব বলেন, বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তারের প্রথম ধাপ ছিল পিলখানা হত্যাকাণ্ড। এরপর থেকে যে দেশপ্রেমিক নেতারা ভারতবিরোধী অবস্থান নিয়েছেন, তাদের একের পর এক হত্যা করা হয়েছে। যারা ভারতীয় বক্তব্যে সুর মিলিয়ে কথা বলবেন, জনগণ তাদের সোজা ভারতে পাঠিয়ে দেবে।
ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে ও জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে ‘জুলাইয়ের সব শক্তিকে' নিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে ‘জুলাই ঐক্য’