ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও দক্ষিণ আমেরিকার মার্কোসুর জোট শনিবার প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনে একটি বড় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। তুরস্কভিত্তিক হুররিয়েত ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইইউর ২৭টি দেশ এবং মার্কোসুরের সদস্য ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ের মধ্যে এই চুক্তির মাধ্যমে বিশ্বের অন্যতম বৃহৎ মুক্ত বাণিজ্য অঞ্চল গঠিত হয়েছে। প্রায় ২৫ বছর ধরে চলা জটিল আলোচনার পর এই চুক্তি বাস্তবায়নের পথে এগিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শুল্ক আরোপ ও বাণিজ্য হুমকির প্রেক্ষাপটে এই চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প সম্প্রতি গ্রিনল্যান্ড ইস্যুতে একাধিক ইউরোপীয় দেশের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। অনুষ্ঠানে ইইউ প্রধান উরসুলা ভন ডের লেইন বলেন, তারা শুল্কের বদলে ন্যায্য বাণিজ্য এবং বিচ্ছিন্নতার বদলে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব বেছে নিয়েছেন। প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা একে বৈশ্বিক উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যের পক্ষে স্পষ্ট বার্তা হিসেবে উল্লেখ করেন, আর ইউরোপীয় কাউন্সিলের প্রধান আন্তোনিও কস্তা বলেন, এটি বাণিজ্যকে ভূ-রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের বিপরীত অবস্থান তুলে ধরে।
নেতারা আশা প্রকাশ করেছেন, এই চুক্তি উভয় অঞ্চলে কর্মসংস্থান, সমৃদ্ধি ও নতুন সুযোগ সৃষ্টি করবে।
ইইউ ও মার্কোসুরের বড় বাণিজ্য চুক্তি, শুল্ক হুমকির বিপরীতে ঐক্য