পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক বুধবার ঢাকায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।
এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন সর্দার আয়াজ সাদিক। একই দিনে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বল নন্দ শর্মাও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বলে প্রেস উইং জানিয়েছে।
মঙ্গলবার ভোরে খালেদা জিয়ার মৃত্যু হলে বুধবার থেকে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। জানাজার কারণে বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয় এবং বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
ঢাকায় অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে পাকিস্তানের স্পিকারের সাক্ষাৎ