ইরানের শিরাজ শহরের এক ব্যস্ত রাস্তায় স্থাপিত একটি বিশাল বিলবোর্ডে প্রাচীন পারস্য সম্রাট শাপুর প্রথমকে ঘোড়ায় বসা বিজয়ী রূপে দেখানো হয়েছে, আর তার সামনে নতজানু হয়ে আত্মসমর্পণ করছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ঘোড়ার পাশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও দাঁড়িয়ে দেখা যায়। প্রতীকী এই চিত্রটি ইরানের সাম্প্রতিক যুদ্ধজয়ের আত্মবিশ্বাসের প্রতিফলন, যা তৃতীয় শতাব্দীর এডেসার যুদ্ধে রোমান সম্রাট ভ্যালেরিয়ানের আত্মসমর্পণের ঐতিহাসিক ঘটনার পুনরাবৃত্তি হিসেবে উপস্থাপিত হয়েছে।