Web Analytics

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশে অন্তত ১৮টি সীমান্তপথ দিয়ে নিয়মিতভাবে আধুনিক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ প্রবেশ করছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টেকনাফ, বেনাপোল, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, দিনাজপুর ও মেহেরপুরসহ বিভিন্ন সীমান্ত দিয়ে এসব অস্ত্র ঢুকছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, রাজধানীসহ বিভিন্ন এলাকায় সক্রিয় অপরাধচক্রগুলো নির্বাচনের আগে নিজেদের প্রভাব বিস্তারে এসব অস্ত্র ব্যবহার করছে। জুলাই বিপ্লবে লুট হওয়া ৫,৭৬৩টি অস্ত্রের মধ্যে ১,৩৪০টি এখনো নিখোঁজ, যা বড় গ্যাংগুলোর হাতে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। র‍্যাব ও বিজিবি সাম্প্রতিক মাসগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র উদ্ধার করলেও পুলিশের অগ্রগতি সীমিত। নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, কিছু গ্যাং রাজনৈতিক নেতাদের আশ্রয়ে এবং বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে নির্বাচনের আগে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। পুলিশ বলছে, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং সহিংসতা বা অস্ত্র ব্যবহারের যেকোনো প্রচেষ্টায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

24 Nov 25 1NOJOR.COM

১৮ সীমান্তপথে অস্ত্র প্রবেশে জাতীয় নির্বাচন ঘিরে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে

Person of Interest

logo
No data found yet!