চিফ রিটার্নিং অফিসার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ডাকসু নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করেই সেনাবাহিনীসহ নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর কাছে সহায়তা চাওয়ার পরিকল্পনা করেছিল কমিশন। সেই পরিকল্পনা এখনও আছে। এজন্য সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের দরকার নেই। আমাদের দরকার হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাব। প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলবে। এদিকে আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়– বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীকে দায়িত্ব পালনের কোনো নির্দেশনা দেয়নি সরকার। ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই। এর আগে,মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রাব্বানী জানান, ভোটের দিন তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। প্রবেশমুখে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৭টি পয়েন্টে মোতায়েন থাকবে সেনাবাহিনী।