নীলফামারীর চিলাহাটি থেকে সৈয়দপুর পর্যন্ত ৩৬টি অরক্ষিত লেভেল ক্রসিং এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। সৈয়দপুর রেলওয়ে থানার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জেলাজুড়ে ট্রেনে কাটা পড়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর প্রাণহানির ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ কেবল সতর্কীকরণ সাইনবোর্ড লাগিয়ে দায় সারছে। এসব ঘটনায় ১৩টি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
রেলওয়ে বিভাগের তথ্য অনুযায়ী, চিলাহাটি–সৈয়দপুর রেলপথের ৩৬টি অনুমোদিত লেভেল ক্রসিংয়ের মধ্যে মাত্র ১৩টিতে গেটম্যান রয়েছে। নীলফামারী সদর উপজেলার দারোয়ানী বাজার এলাকার আব্দুল গফুর জানান, প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে এসব অরক্ষিত ক্রসিং পার হচ্ছে। তিনি ও স্থানীয়রা দ্রুত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পূর্ববর্তী বছরগুলোর পরিসংখ্যানেও প্রাণহানির ধারাবাহিকতা দেখা যায়—২০২১ সালে চারজন, ২০২২ সালে চারজন এবং ২০২৩ সালে ২৪ জন নিহত হন। এসব তথ্য নীলফামারীতে রেলপথ নিরাপত্তা জোরদারের জরুরি প্রয়োজন নির্দেশ করে।
নীলফামারীর ৩৬ অরক্ষিত রেলক্রসিংয়ে ২০২৫ সালে ১৪ জনের মৃত্যু